Oshomapto attojiboni PDF|অসামাপ্ত আত্মজীবনী পিডিএফ ডাউনলোড

oshomapto attojiboni


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা "অসামাপ্ত আত্মজীবনী" বইটি ফ্রিতে ডাউনলোড করে নিন।

oshomapto attojiboni in bangla pdf free download,sheikh mujibur rahman books,oshomapto attojiboni pdf,oshomapto attojiboni in bangla pdf free download,
oshomapto attojiboni

বইটি ডাউনলোড করার পূর্বে বইটি সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাকঃ
২০০৪ সালে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা চারটি খাতা পান,যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে লিখেছিলেন।চারটি খাতার লেখাগুলো অস্পষ্ট ছিল কারন এগুলো অনেক পুরনো লেখা।খাতাগুলো পাঠ করে জানা যায় এটি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, যা তিনি ১৯৬৭ সালের মাঝামাঝি সময়ে ঢাকা সেন্ট্রাল জেলে অন্তরীণ অবস্থায় লেখা শুরু করেছিলেন, কিন্তু শেষ করতে পারেননি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন রাজনৈতিক নেতা। তিনি কোনো সাহিত্যিক কিংবা কবিও নন। তবে তাঁর ৭ই মার্চের ভাষণের পর তাকে কবি বলতে কারও কোনো আপত্তি নেই। কবিতার ছন্দে ৭ই মার্চের ভাষণ আমাদের হৃদয়ে স্থান করে নিয়েছে।
বইটির ভূমিকা লিখেছেন শেখ হাসিনা।
বঙ্গবন্ধুর লেখা এই অসমাপ্ত আত্মজীবনী বইতে অধিকাংশ অধ্যায় জুড়েই সোহরাওয়ার্দীর কথাই বলতে চেয়েছেন তিনি। তাঁর রাজনৈতিক জীবনে শহীদ সোহরাওয়ার্দী প্রভাব যে কতটা স্পষ্ট তা বইটি পড়লেই ঝকঝক হয়ে উঠবে।তিনি বইটির শুরুতেই হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে নিয়ে লিখেন↓
‘…ঢাকা কেন্দ্রীয় কারাগারের ছোট্ট কোঠায় বসে বসে জানালা দিয়ে আকাশের দিকে চেয়ে চেয়ে ভাবছি, সোহরাওয়ার্দী সাহেবের কথা। কেমন করে তাঁর সাথে আমার পরিচয় হলো। কেমন করে তাঁর সান্নিধ্য পেয়েছিলাম। কিভাবে তিনি আমাকে কাজ করতে শিখিয়েছিলেন এবং কেমন করে তাঁর স্নেহ আমি পেয়েছিলাম।…’
sheikh mujibur rahman books
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বইটিতে তাঁর জীবনি লেখার পাশাপাশি আরো অনেক কিছু লিখেছেন।যা বইটি না পড়লে বুঝা যাবেনা।
বইটির মূল্য:ফ্রি
"অসমাপ্ত আত্মজীবনী" বইটি ডাউনলোড করতে কি কোন টাকা লাগবে?

উত্তর:না।এই বইটি একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন PDF আকারে।যেটি আপনার হাতের অ্যান্ড্রয়েডেই পড়তে পারবেন।অথবা পিসিতেও পড়তে পারবেন।
বঙ্গবন্ধু'র লেখা এই বইটি পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন ফ্রিতে নিচের লিংক থেকে।
বইটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
#tags,sheikh mujibur rahman books,oshomapto attojiboni pdf,oshomapto attojiboni in bangla pdf free download,
oshomapto attojiboni

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ